Cambodia Visa Application Guidelines For Bangladeshi

 


Tourist (Type-T), electronic, upon arrival visas and visa exemption
are all temporarily suspended until further notice

CAMBODIA AT A GLANCE 

The Kingdom of Cambodia, formerly Kampuchea, is a Southeast Asian nation that borders Thailand, Laos, Vietnam, and the Gulf of Thailand. The capital city is Phnom Penh.

Official Language : Khmer

Currency : Widely use USD

কম্বোডিয়া  টুরিস্ট ভিসার  আবেদন বাংলাদেশিদের জন্য ।

বাংলাদেশে কম্বোডিয়ার  কোনো দূতাবাস না থাকায়,বাংলাদেশ থেকে কম্বোডিয়ার ভিসা পাওয়াটা খুব একটা সহজ নয়।  বাংলাদেশিদের কম্বোডিয়ার ভিসার জন্য যেতে হয় ভারতের দিল্লিতে। ভারত ব্যতীত  বাংলাদেশিরা যারা প্রবাসে থাকে, তাদের জন্য কম্বোডিয়ান ভিসা পাওয়াটা অনেক সহজ। 

দিল্লিতে কি কি ধরণের ভিসা প্রসেস হয়?

প্রায় সব ধরণের ভিসা দিল্লির কম্বোডিয়ান  দূতাবাস  প্রসেস করে থাকে। 

১ সঠিক ভাবে নির্ভুল পূরণকৃত আবেদন ফর্ম 

  • ভিসা আবেদন ফর্ম  VISA FORM
  • কম্পিউটারাইজড বা  হাতে লেখা
  • ফর্মে আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন জায়গা গুলো খালি রাখুন।
২ পাসপোর্ট ফটো 
  • পাসপোর্ট সাইজের রঙিন এবং সাদা ব্যাকগ্রাউন্ড 
  • অবস্যই আবেদন ফর্মের ১ পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে আঠা অথবা গুলু দিয়ে লাগাতে হবে।
৩ বর্তমান পাসপোর্ট (অরিজিনাল)
  • অবস্যই ৬ মাসের উপরে মেয়াদ থাকতে হবে যেদিন থেকে আপনি ট্রাভেল করবেন 
যারা চাকরি করেন 
  • কর্মসংস্থান থেকে সার্টিফিকেট নিতে হবে ( Certificate of Employment ) আসল হতে হবে; এবং অবশ্যই নিয়োগকর্তার ঠিকানা, ল্যান্ডলাইন নম্বর এবং নিয়োগকর্তার এইচআর (HR department) বিভাগের ইমেল ঠিকানা, আবেদনকারীর অবস্থান, নিয়োগের তারিখ থাকতে হবে। মনে রাখবেন মোবাইল নম্বর গ্রহণ যোগ্য নয়।
  • আপনার ব্যক্তিগত ব্যাংক সার্টিফিকেট অথবা ব্যাঙ্ক সলভেন্সি। অ্যাকাউন্টের ধরণ, বর্তমান ব্যালেন্স, অ্যাকাউন্ট খোলার তারিখ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • ব্যাংক স্টেটমেন্টের আসল বা সত্যায়িত অরিজিনাল  কপি ৩ মাসের 
  • ITR (Income Tax Return, Form আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের কপি সংযুক্ত করতে হবে
  • হোটেল বুকিং, টিকেট রেজারভেশন অবস্যই থাকতে হবে সাথে ডেইলি itinerary. কনফার্ম  টিকেট কিনবেননা ভিসা হবার আগে পর্যন্ত। 
যারা ব্যবসা  করেন SELF-EMPLOYED
  • সরকার থেকে প্রাপ্ত ব্যবসা  লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স এর কপি যদি শেয়ার হোল্ডার থেকে থাকে তাদের নাম।
  • বিশেষ কোনো  Business permit থাকলে তার কপি 
  • ITR (Income Tax Return, Form আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের কপি সংযুক্ত করতে হবে
  • আপনার ব্যক্তিগত ব্যাংক সার্টিফিকেট অথবা ব্যাঙ্ক সলভেন্সি। অ্যাকাউন্টের ধরণ, বর্তমান ব্যালেন্স, অ্যাকাউন্ট খোলার তারিখ অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • ব্যাংক স্টেটমেন্টের আসল বা সত্যায়িত অরিজিনাল  কপি ৩ মাসের 
  • ক্রেডিট কার্ড থাকলে তার স্টেটমেন্ট 
  • হোটেল বুকিং, টিকেট রেজারভেশন অবস্যই থাকতে হবে সাথে ডেইলি itinerary. কনফারমেড টিকেট কিনবেননা ভিসা হবার আগে পর্যন্ত।
কিভাবে আপনি কম্বোডিয়ান  ভিসা আবেদন করবেন।  
  1. আপনি দূতাবাস থেকে ভালো ভাবে রেকোয়ার্মেন্টস জেনে নিবেন কেননা অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই।
  2.  যে, যে, রেকোয়ার্মেন্টস গুলো কম্বোডিয়ান ভিসার জন্য দরকার তা আপনি পূরণ করেছেন সে বিষয় নিশ্চিত হয়ে নিবেন । অর্থাৎ ফর্ম পূরণ করেছেন নির্ভুল ভাবে, ছবি লাগিইয়েছেন গাম অথবা আঠা দিয়ে সেগুলো ভালো করে চেক করে নিন একটা ভুলের জন্য আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে এমন কি তাতে ইভেন আপনি যদি ভিসা পাওয়ার যোগ্যও হন। 
  3. আবেদন পত্রটি সাবমিট করে দিতে আপনাকে এম্বেসী যেতে হবে, আপনি যদি এর আগে কোথাও ভিসার আবেদন করে থাকেন তাহলে ধরে নিবেন প্রায় সব এম্বাস্যি একই রকম তাদের প্রসেস। 
  4. জমা করার পরে অপেক্ষা করুন ভিসার জন্য  ২ থেকে ৩ দিনের ভিতর পেয়ে যাবেন ভিসা 
কতদিন পূর্বে  ভিসার জন্য  আবেদন করবেন ? 
৯০ দিন অথবা ৩ মাস পূর্বে আপনি আপনার আবেদনটি করতে পারবেন, সুতরাং যদি আপনার ভিসা এপ্রোভ হয় জানুয়ারী মাসের ১ তারিখ তাহলে মার্চ মাসের ৩০ তারিখের পূর্বে আপনাকে কম্বোডিয়া যেতে হবে।  কোনো ভাবেই হাতে অল্প সময় নিয়ে ভিসার জন্য আবেদন করবেন না। কমপক্ষে ১৫ দিন পূর্বে আপনি আপনার আবেদন সাবমিট করবেন দূতাবাসে।

আপনাকে কতদিনের জন্য ভিসা গ্রান্ট করতে পারে?
সাধারণত   ৩০  দিনের জন্য বাংলাদেশিদের রেগুলার টুরিস্ট ভিসা প্রদান করে থাকে। 
আপনি চাইলে বেশি দিনের জন্য আবেদন করতে পারেন ( upto 90 days ) তবে সে ক্ষেত্রে আপনাকে প্রমান করতে হবে এবং কারন দর্শাতে হবে। ট্যুরিস্ট ভিসা নিয়ে বিসনেস ডিল করবেন তা যেন বলবেন না প্লিজ। 

হোটেল বুকিং এবং টিকেট রেজারভেশন দরকার আছে কিনা?
হা। অবস্যই দরকার আছে তবে শুধু মাত্র বুকিং এবং রেজারভেশন কোনো রকম কনফার্মড টিকেট ক্রয় করবেন না যতদিন পর্যন্ত আপনার ভিসা এপ্রোভ হয়। 

কম্বোডিয়ান  eVisa করা যায় তবে এখন বন্ধ covid  ১৯ এর কারণে 

You have to apply for the Cambodia eVisa through the official website of the Cambodian Foreign Affairs Services. The tourist visa (T class) is the only Cambodian visa which is issued online.

  1. Start the application process through the official government website (here).
  2. Pay the application fee through your debit or credit card. The cost of a Cambodia eVisa is US$30 plus a US$6 processing fee.
  3. Wait for the visa to be processed. This will take about three days.
  4. Receive the Cambodia eVisa confirmation.
  5. Travel to Cambodia and show the confirmation to the Immigration officers at the entry point.

You can enter Cambodia using an eVisa through one of the following entry ports:

  • Phnom Penh International Airport
  • Siem Reap International Airport
  • Preah Sihanouk International Airport
  • Cham Yeam (Koh Kong) – Thailand border
  • Poi Pet (Banteay Meanchey) – Thailand border
  • Bavet (Svay Rieng) – Vietnam border
  • Tropaeng Kreal Border Post (Stung Treng) – Laos Border
কম্বোডিয়ান ই-ভিসা দেখতে কেমন দেখায় ?

 
 Wish your successful visa application. Thank you

Comments

Post a Comment

Popular posts from this blog

JAPAN TOURIST VISA APPLICATION GUIDE

SOUTH KOREA TOURIST VISA APPLICATION FOR BANGLADESHI