Turkish Sticker Visa Procedure for Bangladeshi 2021

তুর্কিশ স্টিকার ভিসার  আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক।  ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডেটা আবেদনকারীরা নিজে থেকে  সিস্টেমে আপলোড করে অনলাইন সাবমিশন করতে হয় ।  ভিসা এপ্রভাল ইস্তানবুল থেকে হয়। যেসকল আবেদন কারীরা ঢাকা থেকে আবেদন করবে তাদের জন্য পুরো প্রক্রিয়াটা আলাদা ভাবে নিচে স্টেপ টু স্টেপ দেওয়া হোয়েছে। 

তুর্কিশ স্টিকার ভিসা ও ই-ভিসা DIFFRENCE BETWEEN STICKER VISA & E-VISA

 বাংলাদেশ থেকে তুর্কির স্টিকার ভিসা অনলাইনে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আবেদনের পর দূতাবাস থেকে সংগ্রহ করে নিতে হয়, পক্ষান্তরে ই-ভিসা বা পেপার ভিসা যা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তুর্কিশ E-VISA সব বাংলাদেশিদের জন্য না, শুধু মাত্র তারাই E-VISA আবেদন করতে পারবে  যাদের আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড, ব্রিটেন ও ইউরোপের দেশ সমূহের (SCHENGEN) ভ্যালিড রেসিডেন্স পারমিট অথবা ভিসা আছে . যাদের উপরেউল্লেখিত দেশের ভ্যালিড কোনো ভিসা নেই তাদের স্টিকার ভিসার জন্য যেকোনো তুর্কিশ দূতাবাসে এপ্লিকেশন জমা দিতে হবে। 

নতুন নিয়মে বাংলাদেশ থেকে তুর্কিশ স্টিকার ভিসার জন্য আবেদন নিম্নে উল্লেখিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হবে

REIRED INTERNATIONAL LTD

TURKISH VISA APPLICATION CENTER

HOUSE NO: 77, ROAD NO: 11, BLOCK-M,

UNIT #B2, SECOND FLOOR, BANANI, DHAKA-1213

+880248811570, +8809614001177 - manager.dhk@reiredint.com

যারা বাংলাদেশের বাহির থেকে তুর্কিশ স্টিকার ভিসার আবেদন করতে ইচ্ছুক তারা নিচের  লিংকটি দ্বারা আবেদন করতে পারবে। TURKISH STICKER VISA APPLICATION সঠিক ভাবে এপ্লিকেশন ফর্ম অনলাইন নিজে অথবা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পূরণ করতে হবে

HOW TO GET TURKISH ONLINE (E-VISA) VISA WITH  VALID US/UK/IRELAND/SCHENGEN VISA OR RESIDENCE PERMIT  

 ভিসা এপ্লিকেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

 . /২ সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট আকারের ৩ কপি ছবি। ছবি যেন সদ্য তোলা বা       ৬ মাস আগের না হয়।   

 . ভ্যালিড পাসপোর্টপাসপোর্টে মেয়াদ অবশ্যই ১৮০ দিনের বেশী থাকতে হবে।

 . ১ কপি রঙিন পাসপোর্ট পেজের কপিপাসপোর্ট ছেড়া ,ফাটা চলবেনা।

 . ন্যাশনাল আই,ডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ( অবশ্যই ইংরেজীতে )

 . ভিসা ও এজেন্সী ফিস

     Single Entry Visa  5,040 BDT

    Service Charge 4,240 BDT

    Bangladesh Vat 15% (636 BDT)

ভিসা ফিস বাংলাদেশী টাকায় এবং নগদে করতে হবে ভিসা রিজেক্ট হলে টাকা অফেরৎযোগ্য।   

 . বুকিং করা রাউন্ডট্ৰিপ এয়ার টিকেট রিজারভেশন। কনফাৰ্ম টিকেট ক্রয় করার কোনো প্রয়োজন নেই এয়ার টিকেট রিজারভেশন যেকোনো ট্রাভেল এজেন্ট থেকে সংগ্রহ করা যাবে।  CLICK HERE FOR RENT A TICKET OR RESERVATION FROM USভ্রমনের প্রত্যক দিনের  DETAIL ITINERARY (IF DIY) যদি কোনো গ্রুপ অথবা অর্গানাইজ  ট্যুর হয়, তাহলে তার বুকিং কনফার্মেশন এর কাগজপত্রাদী দিতে হবে ।

 . ভ্রমণ স্বাস্থ্য বীমা পত্র (চিকিৎসা ব্যয় ও প্রত্যাবাসনের জন্য)ভ্রমণের পুরো সময়টা অবশ্যই কাভার থাকতে হবে। TRIP CANCELLATION AND OTHER LOSSES INCURRED WHILE TRAVELING FROM RESIDENT COUNTRY TO ABROAD, TRAVEL INSURANCE CAN BE USUALLY OBTAINED AT THE TIME OF BOOKING YOUR TRIP, YOU CAN OBTAIN SIIC, SINGLE TRIP POLICY TO COVER EXACTLY THE TRIP DURATION OR MULTI-TRIP POLICY TO COVER MULTIPLE TRIPS WITHIN A SET DURATION OF TIME

. হোটেল রিজারভেশন তুর্কিতে অবস্থান কালের পুরোটাই দেখাতে হবে যে কোথায় কোথায় বা কোন কোন হোটেলে থাকা হবে । যদি ২ অথবা ৩ এর অধিক শহরে ঘোরাঘুরির পরিকল্পনা থাকে  তাহলে তিনটিরই হোটেল রিজারভেশন দিতে হবে ।

 . তুর্কিতে যদি ACCOMMODATION বুক না হয়ে থাকে তাহলে প্রমান স্বরূপ দিনে ৬০ ইউরো খরচের সামর্থ আছে (টিকেট ও হোটেল বুকিং ব্যাতিত ) দেখাতে হবে। 

 ১০. ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট লাস্ট ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং স্টেটমেন্ট টা যেন অবশ্যই ৩০ দিনের ভিতর ইস্যু করা থাকে। অন্যথায় গ্রহণ যোগ্য নয়।

 ১১. পে-স্লিপ বা কোম্পানি হতে প্রাপ্ত বেতনের প্রমান পত্র।

 ১২. চাকুরিজীবীদের ক্ষেত্রে  সার্টিফিকেট অফ এমপ্লয়মেন্ট (COE) এবং ব্যাবসায়ীদের ক্ষেত্রে  বিজনেস রেজিস্ট্রেশন ডকুমেন্ট (TRADE LICENSE) দেখাতে হবে।

 ১৩. ভ্যারিফাইড ইনকাম ট্যাক্স রিটার্ন এর  অরিজিনাল কপি।

 ১৪. কাভারিং লেটার / রিকোয়েস্ট লেটার / ফরওয়ার্ডিং লেটার

১৫ এপ্লিকেশন কিভাবে ও কোথায় করবেন ?

    ১.    তুরস্ক ভিসার আবেদনের জন্য যত কাগজপত্রাদি  দরকার তা তৈরী করে নিতে হবে  

    ২. TURKISH VISA APPLICATION CENTER IN BANGLADESH বরাবরে সরাসরি জমা দিতে হবে 

        TURKISH VISA APPLICATION CENTER IN BANGLADESH.

        HOUSE NO: 77, ROAD NO: 11, BLOCK-M,

        UNIT #B2, SECOND FLOOR, BANANI, DHAKA-1213

        +880248811570, +8809614001177

        Email - manager.dhk@reiredint.com

    ৩. অফিসের কর্মরতরা হাতের ছাপ (BIOMETRIC FINGER PRINT) নিবে ও ভিসা ফিস কালেক্ট             করবে। ৪. অপেক্ষা করতে  হবে ৬ থেকে ১৫ দিন যদি দূতাবাস কোনো অতিরিক্ত ডকুমেন্টস                 প্রয়োজন হয়   


 তুর্কিশ স্টিকার ভিসা সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর

. তুর্কিশ ভিসার ভ্যালিডিটি কতদিন ?

উত্তর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ট্রাভেল ITINERARY এর উপরসাধারণত  ১ মাস পাওয়া যায়।

 . কত টাকা থাকার দরকার আছে ব্যাংকে ভিসা এপ্রোভের জন্য ?

উত্তর - কারো কাছে তার উত্তর নেই। তবে টিকেট হোটেল + দৈনিক ৬০ ইউরো + যে কয়দিনের ITINERARY অনুযায়ী থাকবেন তার একটা নরমাল হিসেবে করে নিতে হবে।

 . কি কি কারণে ভিসা রিজেক্ট  হতে পারে ?

উত্তর - শুধু মাত্র তুর্কি  দূতাবাসে নয় প্রায় প্রত্যেকটা  দেশই ঠিক একই রেস্পন্ড করবে যদি আবেদনকারীর আর্থিক অবস্থা খুব একটা ভালো না হয়। ITINERARY তে যা দেওয়া আছে তার সাথে ইন্টারভিউ এবং টিকেট ও হোটেল বুকিংয়ের ব্যাপক অমিল থাকাটাও রিজেক্ট হওয়ার অন্যতম কারণ ।

 . তুর্কিশ স্টিকার  ভিসা দেখতে কেমন দেখায়?




Please note that just reading and mastering a visa application doesn't guarantee visa approval. The information we have created here from thesimpletravel.com

আমাদের কাছ থেকে ভিসা আবেদনের সাহায্যের জন্য আপনার পূর্ণ প্রোফাইল, ট্রাভেল হিস্ট্রি সহ ই-মেইল করুন আপনার প্রোফাইল চেক করার পর আপনার সাথে ফিরতি মেইলে যোগাযোগ করা হবে।   

 

দয়া করে মনে রাখবেন এই লিখাটা শুধুমাত্র তুর্কিশ ভিসা পেতে সহায়তার জন্য লিখা । তুর্কিশ ভিসার ব্যাপারে পুরো সিদ্ধান্ত একমাত্র দূতাবাসের হাতে। কাজেই কারো সাহায্য নিয়ে আবেদন করাটাই উত্তম।










Comments

Popular posts from this blog

Cambodia Visa Application Guidelines For Bangladeshi

JAPAN TOURIST VISA APPLICATION GUIDE

SOUTH KOREA TOURIST VISA APPLICATION FOR BANGLADESHI